ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা ছাত্রদলের এক কর্মীর মৃত্যু হয়েছে।  

নিহত মো. মহিম (১৮) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হন মহিমের ভাগিনা মো. নাঈম (১৯) ও মেহেদী হাসান (১৬) নামের এক কিশোর।

তারা বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ভাগ্যরকুল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মহিমসহ তিনজন মোটরসাইকেলে বান্দরবান থেকে লোহাগাড়ায় ফেরার পথে বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মহিমের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।