ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইমরান এমি আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
ইমরান এমি আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য  ইমরান এমি।

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার কেএম ইমরান এমি।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এ তথ্য জানান।

পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ভূইয়াকে সদস্যসচিব করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  

কমিটিতে স্থান পেয়েছেন সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি হিসেবে মো. মহসিন পারভেজ, আমিন ফারুক, ক্রীড়া সংশ্লিষ্ট ক্রীড়ানুরাগী হিসেবে ক্রীড়া সংগঠক মোহাম্মদ মেজবাহ উদ্দিন জাহেদ চৌধুরী ও ক্রীড়া সম্পৃক্ত ছাত্র প্রতিনিধি হিসেবে মো. শাহেদুল আলম।

 

ইমরান এমি আনোয়ারা তরুণ ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও আনোয়ারা ছাত্র সমিতি-চট্টগ্রামের সাবেক সভাপতি। এছাড়াও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, মানবকণ্ঠ, বাংলাদেশের খবর, একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। দীর্ঘ এক দশক তিনি সাংবাদিকতার সাথে যুক্ত আছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।