চট্টগ্রাম: লোহাগাড়ার দক্ষিণ সুখছড়ি খালেকীয়া দরবার শরীফ স্টেশন এলাকায় আগুনে পুড়ে গেছে ১৭টি দোকান।
বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন- মো. জাহাঙ্গীর আলম, মো. মিনহাজ উদ্দীন, মো. তৈয়ব, তৌহিদুল আজিম, জাফর আহমদ, মো. আনোয়ার, মো. সেলিম, আবদুল আহাদ, রুহিদুল ইসলাম, সজল শীল, সুনীল দাশ, আবদুল হাফেজ, মাস্টার নুরুচ্ছফা, মো. রেজাউল করিম, আবু তাহের, ধন কান্তি দাশ ও মো. কুতুব উদ্দীন।
স্থানীয়রা জানান, ভোরে আগুন জ্বলতে দেখে লোকজন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। এক ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১৭টি দোকান পুড়ে যায়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুবেল আলম জানান, ভোর সাড়ে ৫টায় ৯৯৯ নম্বরের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর ৬টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এসি/টিসি