ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নোয়াজিষপুর সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
নোয়াজিষপুর সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ  ...

চট্টগ্রাম: মানবিক কল্যাণ সাধন ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াজিষপুর সমাজ কল্যাণ পরিষদ নেতারা।

শনিবার (১৮ জানুয়ারি) রাউজান উপজেলার ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তারা এ অভিমত ব্যক্ত করেন।

 

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী।

 

উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ সোলায়মান চৌধুরী, নোয়াজিষপুর সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আবুল মনসুর, আর্মি মেডিক্যাল কোর, চট্টগ্রাম এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী।

প্রধান অতিথি প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে সুবিধাবঞ্চিত মানুষের প্রকৃত কল্যাণ সাধনে আমরা ব্যর্থ। এই ব্যর্থতা কাটিয়ে উঠতে তরুণ প্রজন্ম ও সমাজের অগ্রসর জনগোষ্ঠীর ভূমিকা জরুরি। তিনি নোয়াজিষপুর সমাজ কল্যাণ পরিষদকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিতে এবং সমাজের প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে পরামর্শ দেন।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।