চট্টগ্রাম: কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। জাতির সংকট উত্তরণে সবসময় মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার।
রোববার (১৯ জানুয়ারি) হাটহাজারী উপজেলার বাস স্টেশনে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
বাংলার জমিনে অমর হোক জিয়া পরিবার জানিয়ে ব্যারিস্টার মীর হেলাল বলেন, বর্তমান রাজনৈতিক পটভূমিতে বেগম জিয়ার অনুপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্টপুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণ প্রজন্মের আইকন ও মুক্তিকামী জনতার প্রেরণার বাতিঘর। তারুণ্যের অহংকার তারেক রহমান ২১ শতকের বাংলাদেশের রাজনীতিতে এক উদীয়মান উজ্জ্বল নক্ষত্র। জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কান্ডারী তারেক রহমান যেন শহীদ জিয়ার হুবহু প্রতিচ্ছবি। রাজনীতিতে প্রবেশের স্বল্পতম সময়ের মধ্যে তরুণ তারেক রহমান যে সাংগঠনিক প্রতিভার সাক্ষর রেখেছেন, সততা ও ন্যায়পরায়নতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তৃণমূল জনগোষ্ঠীর দোড়গড়ায় গিয়ে তাদের অন্তর জয় করে, শহীদ জিয়ার স্বপ্নের স্বর্নিভর বাংলাদেশ গড়তে যে অবদান রেখেছেন, তাতেই তিনি জনপ্রিয়তার শীর্ষ শিখরে পৌঁছে যান। তারেক রহমানের চমকপ্রদ উত্থান বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ছিল অপরিহার্য। তারেক রহমানের দেশ প্রেম ও গণমানুষের প্রতি ভালোবাসা প্রশ্নাতীত। তাঁর আধুনিক চিন্তা, মেধা, মনন, প্রজ্ঞা ও শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আগামী দিনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের স্বার্থ তার নেতৃত্বে অটুট থাকবে বলে সাধারণ মানুষ মনে করে। তারেক রহমান তার রাজনৈতিক গুণাবলী দিয়ে আপামর জনসাধারণের মন জয় করে নিতে পেরেছেন।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার মতো প্রগাঢ় ব্যক্তিত্ব, বিত্ত-নির্মোহতা, সততা ও সাহসিকতা তাঁকে গণ মানুষের নেতা ও মুক্তিকামী মানুষের মুক্তির সোপান হিসেবে পরিণত করেছে। তাইতো দেশের মানুষ আশায় বুক বেঁধে আছে তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশের মানুষ তার মৌলিক অধিকার, মানবাধিকার,ভোটাধিকার ফিরে পাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনিশ্চিত স্বপ্ন থেকে দেশ মুক্তি পেয়ে নতুন সূর্যোদয় হবে। স্বপ্নপূরণ ও জয় হোক মুক্তিকামী জনতার। বাংলার জমিনে অমর হোক জিয়া পরিবার।
হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জাকের হোসেনের সভাপতিত্বে ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, হাটহাজারী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান দৌলত ও মো. শাহেদুল আজম শাহেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমআই/পিডি/টিসি