চট্টগ্রাম: ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশন এএইচসিআই প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার কর্তৃপক্ষ, ব্যবসায়িক, মিডিয়া, অ্যাকাডেমিয়া, বাংলাদেশের সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাসহ নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ–ভারতের সম্পর্ক পরীক্ষিত এবং শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে। দুই দেশের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় ঘনিষ্ঠ অংশীদার এবং সত্যিকারের বন্ধু।
এ সময় তিনি ভারত ও বাংলাদেশের জনগণ এবং সরকারের মধ্যে বন্ধুত্ব অব্যাহত থাকবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিমানবাহিনীর চট্টগ্রাম এরিয়া প্রধান এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, রামকৃষ্ণ মিশন চট্টগ্রামের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ প্রমুখ।
অনুষ্ঠানে লোকজ ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
পিডি/টিসি