মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম মোস্তাইন হোসাইনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, নগর গোয়েন্দা পুলিশের এডিসি (বিশেষ শাখা) মো. জসিম ও নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার কাজল কান্তি নাথ।
ঘটনার তদন্ত শেষে প্রতিবেদন আগামী তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে কমিটিকে বলা হয়েছে বলে জানান নগর পুলিশের এডিসি (জনসংযোগ) মো. কামারুজ্জামান।
এর আগে রীমা কমিউনিটি সেন্টারে পদদলনে হতাহতের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ঘটনার তদন্ত দাবি করেছেন প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গত ১৪ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা যান।
সোমবার তার পরিবারের পক্ষ থেকে কুলখানি উপলক্ষে নগরীর ১৪ টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএ