ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক সহকারী প্রক্টর কারাগারে: চবি শিক্ষক সমিতির উদ্বেগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
সাবেক সহকারী প্রক্টর কারাগারে: চবি শিক্ষক সমিতির উদ্বেগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর হত্যা মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিহির কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।

এতে বলা হয়, চবির মেধাবী ছাত্র দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় শিক্ষক আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোয় শিক্ষক সমিতি গভীরভাবে উদ্বিগ্ন।

শিক্ষক সমিতি আইনের ব্যাপারে যথেষ্ট শ্রদ্ধাশীল। এ মামলা সুষ্ঠুভাবে তদন্ত হয়ে প্রকৃত অপরাধীদের বিচার হোক সেটাই সমিতি চায়।
 

মামলা নিষ্পত্তি হলে নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না এবং চবির শিক্ষার পরিবেশ বজায় থাকবে বলে মনে করে শিক্ষক সমিতি। তাই এ মামলার প্রকৃত রহস্য বের করার ব্যাপারে প্রশাসনকে আহ্বান জানায় শিক্ষক সমিতি।

সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চট্টগ্রাম আদালতে জামিন নিতে গেলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর প্রতিবাদে আনোয়ারকে সমর্থনকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।