ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খাস্তগীর কলেজিয়েট বাকলিয়া স্কুলে ভর্তির ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
খাস্তগীর কলেজিয়েট বাকলিয়া স্কুলে ভর্তির ফল প্রকাশ

চট্টগ্রাম: মহানগরীর নয় সরকারি স্কুলের মধ্যে প্রথম দফায় ৩টি স্কুলকে নিয়ে গঠিত ক ক্লাস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০ ডিসেম্বর (বুধবার) দিনগত মধ্যরাতে এ ফলাফল প্রকাশ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্ধারিত ওয়েবসাইটে (http://www.chittagong.gov.bd) এ ফলাফল পাওয়া যাচ্ছে। ফলাফলে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও বাকলিয়া সরকারি স্কুলের শুন্য আসনভিত্তিক মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা রয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, তিন সরকারি স্কুল নিয়ে গঠিত ক ক্লাস্টের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ক ক্লাস্টারে এবার ১২ হাজার ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।
এরমধ্যে ১১ হাজার ৫৮৬ জন পরীক্ষায় অংশ নেয়। মহানগরীর নয় সরকারি স্কুলের পঞ্চম-নবম শ্রেণির ৪ হাজার ৬৬টি শূন্য আসনে এবার মোট আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৪৩৯টি।
 
ক ক্ল‍াস্টারের ফলাফলে বিভিন্ন কোটায় যারা উত্তীর্ণ হয়েছে, কোটার সমর্থনে তাদের রোববার (২৪ ডিসেম্বর)সকালে কাগজপত্র যাচাই বাছাই করা হবে বলেও জানান তিনি।
 
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক কাস্টারের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩২০ আসনে আবেদন জমা পড়েছে ৩ হাজার ৮২১টি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ৫ম শ্রেণির ৩২০ আসনে ৩ হাজার ৫৬১টি, ৯ম শ্রেণির ১৬০ আসনে ১ হাজার ৫৫২টি এবং বাকলিয়া সরকারি স্কুলের (বালক শাখা) ৫ম শ্রেণির ১০০ আসনে ১ হাজার ২৬৬, ৬ষ্ঠ শ্রেণির ১১০ আসনে ২ হাজার ২৩২টি, ৭ম শ্রেণির ৩০ আসনে ৬২৯টি, ৮ম শ্রেণির ৩০ আসনে ৫২৬টি, নবম শ্রেণির ৬০ আসনে ৫৮১টি আবেদন জমা পড়ে।
 
২৩ ডিসেম্বর (শনিবার) খ ক্লাস্টার ও ২৭ ডিসেম্বর (বুধবার) গ ক্লাস্টারে ভর্তি পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
খ ক্লাস্টারভূক্ত নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০ আসনে আবেদন জমা পড়েছে ২ হাজার ৬৪৪টি, ৬ষ্ঠ শ্রেণির ১৮৫ আসনে ৩ হাজার ৫৫০টি, ৮ম শ্রেণির ৮৫ আসনে ১ হাজার ২৬০টি, নবম শ্রেণির ১৬০ আসনে ১ হাজার ৪১১টি, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০ আসনে ২ হাজার ১১৯টি, ৬ষ্ঠ শ্রেণির ৩৬ আসনে ৬১১টি, নবম শ্রেণির ৪০ আসনে ৪৩২টি এবং সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ২৪০ আসনে ২ হাজার ৫৭৭টি, নবম শ্রেণির ৮০ আসনে ৪৬২টি আবেদন জমা পড়েছে।
 
গ ক্লাস্টারভূক্ত সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০ আসনে ২ হাজার ১৫৯টি, ৬ষ্ঠ শ্রেণির ১৬০ আসনে ৩ হাজার ২৪টি, ৮ম শ্রেণির ২৫ আসনে ৪০৭টি, নবম শ্রেণির ২০০ আসনে ১ হাজার ৪৯৬টি, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩২০ আসনে ২ হাজার ৭০৩টি, ৬ষ্ঠ শ্রেণির ৮০ আসনে ১ হাজার ২৯২টি, সপ্তম শ্রেণির ৮০ আসনে ১ হাজার ৩৭১টি, ৮ম শ্রেণির ৮০ আসনে ১ হাজার ৬৫টি, নবম শ্রেণির ৪০ আসনে ৫৮১টি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০ আসনে ২ হাজার ৫১৪টি, ৬ষ্ঠ শ্রেণির ১৬০ আসনে ২ হাজার ১৮৮টি, নবম শ্রেণির ৬০ আসনে ৮৫০টি এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালিকা শাখা) ৫ম শ্রেণির ১০০ আসনে ৮৫২টি, ৬ষ্ঠ শ্রেণির ৩০ আসনে ৭৩৫টি, ৭ম শ্রেণির ৩০ আসনে ২৮৮টি, ৮ম শ্রেণির ২৫ আসনে ২৬৬টি ও নবম শ্রেণির ৮০ আসনে ৪১৪টি আবেদন জমা পড়েছে।   
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।