এছাড়াও ৬ষ্ঠ শ্রেণির ২২১ আসনে এবার আবেদন জমা পড়েছে ৪ হাজার ১৬১টি, ৮ম শ্রেণির ৮৫ আসনে ১ হাজার ২৬০টি এবং নবম শ্রেণির ২৮০ আসনে ২ হাজার ৩০৫টি।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এ তিন স্কুলের ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষা ও বিকেলে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, তিন স্কুলকে নিয়ে গঠিত খ ক্লাস্টারের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের নির্ধারিত ওয়েবসাইটে (http://www.chittagong.gov.bd) আসনবিন্যাস দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ক ক্লাস্টারের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও বাকলিয়া সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ফলাফলে বিভিন্ন কোটায় যারা উত্তীর্ণ হয়েছে, তাদের রোববার (২৪ ডিসেম্বর)সকালে কোটার সমর্থনে কাগজপত্র যাচাই বাছাই করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খ ক্লাস্টারভূক্ত নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০ আসনে আবেদন জমা পড়েছে ২ হাজার ৬৪৪টি, ৬ষ্ঠ শ্রেণির ১৮৫ আসনে ৩ হাজার ৫৫০টি, ৮ম শ্রেণির ৮৫ আসনে ১ হাজার ২৬০টি, নবম শ্রেণির ১৬০ আসনে ১ হাজার ৪১১টি, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০ আসনে ২ হাজার ১১৯টি, ৬ষ্ঠ শ্রেণির ৩৬ আসনে ৬১১টি, নবম শ্রেণির ৪০ আসনে ৪৩২টি এবং সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ২৪০ আসনে ২ হাজার ৫৭৭টি, নবম শ্রেণির ৮০ আসনে ৪৬২টি আবেদন জমা পড়েছে।
গ ক্লাস্টারের ৫ম, ৭ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর (বুধবার) সকালে এবং ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে।
গ ক্লাস্টারভূক্ত সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০ আসনে ২ হাজার ১৫৯টি, ৬ষ্ঠ শ্রেণির ১৬০ আসনে ৩ হাজার ২৪টি, ৮ম শ্রেণির ২৫ আসনে ৪০৭টি, নবম শ্রেণির ২০০ আসনে ১ হাজার ৪৯৬টি, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩২০ আসনে ২ হাজার ৭০৩টি, ৬ষ্ঠ শ্রেণির ৮০ আসনে ১ হাজার ২৯২টি, সপ্তম শ্রেণির ৮০ আসনে ১ হাজার ৩৭১টি, ৮ম শ্রেণির ৮০ আসনে ১ হাজার ৬৫টি, নবম শ্রেণির ৪০ আসনে ৫৮১টি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০ আসনে ২ হাজার ৫১৪টি, ৬ষ্ঠ শ্রেণির ১৬০ আসনে ২ হাজার ১৮৮টি, নবম শ্রেণির ৬০ আসনে ৮৫০টি এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালিকা শাখা) ৫ম শ্রেণির ১০০ আসনে আবেদন জমা পড়েছে ৮৫২টি, ৬ষ্ঠ শ্রেণির ৩০ আসনে ৭৩৫টি, ৭ম শ্রেণির ৩০ আসনে ২৮৮টি, ৮ম শ্রেণির ২৫ আসনে ২৬৬টি ও নবম শ্রেণির ৮০ আসনে ৪১৪টি আবেদন জমা পড়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এসবি/টিসি