ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিনের কবর জেয়ারত করলেন সাবেক কাউন্সিলররা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
মহিউদ্দিনের কবর জেয়ারত করলেন সাবেক কাউন্সিলররা মহিউদ্দিনের কবর জেয়ারত করেন সাবেক কাউন্সিলররা

চট্টগ্রাম: সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সাবেক কাউন্সিলরদের সংগঠন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্স-কাউন্সিলর ফোরাম।

শুক্রবার (২২ ডিসেম্বর) আসর নামাজের পর নগরীর চশমা হিল জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পরে নেতৃবৃন্দ মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন।

দোয়া মাহফিলে মোনাজাত করেন গাউসিয়া কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ। উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান ও পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, কো-চেয়ারম্যান মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমেদ, সদস্যসচিব ও বক্সিরহাট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, পাঠানঠুলির নিয়াজ মোহাম্মদ খান, জামালখানের অ্যাডভোকেট এমএ নাছের, মাদাবাড়ির মোহাম্মদ আলী বক্স, চান্দগাঁওয়ের নুরুল হুদা লালু, পূর্ব ষোলশহরের আনোয়ার হোসেন, পাঠানঠুলীর এএসএম জাফর, এনায়েত বাজারের আবদুল মালেক, পাহাড়তলীর এসএম আলমগীর, নুরুল বশর মিয়া, গোসাইডাঙার জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ পাহাড়তলীর জাফর আলম চৌধুরী, আগ্রাবাদের জাবেদ নজরুল ইসলাম, শুলকবহরের আহমুদুর রহমান সিদ্দিকী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কাউন্সিলর জহর লাল হাজারীও।

দোয়া মাহফিলের পরে ফোরামের নেতারা মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন এবং ফুলেল শ্রদ্ধা জানান। পরে তারা মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষা‍ৎকালে তারা চট্টগ্রামের উন্নয়নে মহিউদ্দিন চৌধুরীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।