তার নাম জাহাঙ্গির (৫৫)।
ওই এলাকার জালাল আহমেদ নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন তিনি।
পটিয়া থানার উপ পরিদর্শক মো. মামুন বাংলানিউজকে বলেন, শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায়ও সুস্থ ছিলেন জাহাঙ্গির। সবার সঙ্গে কথা বলেছেন, নাস্তা করেছেন। সকালে ঘুম থেকে না ওঠলে বাসার মালিক জালাল আহমেদ তাকে ডাকতে যান। এসময় বাসার খাটে পায়ের ওপর পা তুলে শোয়া অবস্থায় ছিলেন জাহাঙ্গির। কিন্তু অনেকক্ষণ ডাকার পরেও সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে দেখেন নিথর অবস্থায় পড়ে আছেন তিনি। এসময় মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল জাহাঙ্গিরের।
মো. মামুন আরও বলেন, ‘অনেক বছর ধরে এই এলাকায় একা বাস করে আসছেন জাহাঙ্গির। দু বছর ধরে জালল আহমেদের বাসায় ভাড়া থাকছেন। আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি এটা স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়, ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
টিএইচ/টিসি