সম্প্রতি রফিজ গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই’র সাবেক পরিচালক, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড. মো. পারভেজ সাজ্জাদ আকতারকে চেয়ারম্যান করে আগামী দু’বছর (২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯) মেয়াদের জন্য এই কমিটি গঠন করা হয়।
চিটাগং চেম্বার সভাপতি, এফবিসিসিআই পরিচালক ও সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ।
এফবিসিসিআই সাধারণ পরিষদের ২৩২ জন সদস্য নিয়ে গঠিত কমিটি দেশের নৌ বাণিজ্য গতিশীল করতে কাজ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
কমিটির আওতায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন অধিদপ্তর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট সংক্রান্ত সাব-কমিটি গঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমইউ/টিসি