শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ‘চট্টগ্রামঃ কবিতার শহর’ শিরোনামে বাচিক শিল্পচর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস’র আয়োজনে চার দিনব্যাপী কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘সংস্কৃতিচর্চা মানুষকে সুন্দর মানুষ হওয়ার পথ দেখায়।
‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা’ শীর্ষক শিরোনামে তারুণ্যের উচ্ছ্বাস’র উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুবুল হক চৌধুরী বাবরের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য ও নাট্যজন সাইফুল আলম বাবু এবং সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মো. আলী আজগর চৌধুরী।
তারুণ্যের উচ্ছ্বাস’র যুগ্ম সদস্য সচিব মিঠু তলাপাত্রের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাহিদুজ্জামান নাহিদ।
সভাশেষে আবৃত্তি কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। এছাড়াও উৎসব উপলক্ষে মো. মুজাহিদুল ইসলামের সম্পাদনায় বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তির কবিতা গ্রন্থ ‘হে মহাসাগর’র মোড়ক উন্মোচন করা হয়।
এরপর শুরু হয় আবৃত্তি পরিবেশনা। আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী পরিবেশন করেন রবীন্দ্র গোপেরে আমার গ্রাম জয়নগর কবিতাটি, সঞ্জীব বড়ুয়ার পরিবেশন করেন শামসুর রহমানের কখনো আমার মাকে কবিতাটি, সেলিম ভুইয়া পরিবেশন করেন সুনীল গঙ্গোপাধ্যাযয়ের কবির মৃত্যু কবিতাটি, রাহুল ঘোষ দস্তিদার পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতাটি।
এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন ওপার বাংলার শুভ্রজিত ভট্টাচার্য, ইকবাল হোসেন জুয়েল, আশিষ সেন, আলী ইউসুফ, খালিদ আহসান, জয়ন্ত জিল্লু, পুলক পাল, ফাউজুল কবির, রিজোয়ান মাহমুদ, শাহিদ আনোয়ার, সেলিনা শেলী, স্বরূপ সুপান্থ, সাজিদুল হক, হাফিজ রশিদ খান, জাভেদ হোসেন, তৈয়বা জহির আরশী, দেবাশীষ রুদ্র, দিলরুবা খানম, মেজবাহ উদ্দিন, শুভ্রা বিশ্বাস প্রমুখ।
৪ দিনব্যাপী কবিতা উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ স্থানীয় নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও দৈনিক আজাদী।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এসবি/টিসি