ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর অপেক্ষায় মহিউদ্দিনের চশমাহিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
প্রধানমন্ত্রীর অপেক্ষায় মহিউদ্দিনের চশমাহিল প্রধানমন্ত্রী আসছেন চশমা হিলে। তাই কৌতূহলী মানুষের ভিড়। কড়া নিরাপত্তা ব্যবস্থা। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসবেন চশমাহিলে। সদ্য প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আসছেন প্রধানমন্ত্রী।

রোববার (২৪ ডিসেম্বর) চশমা হিলে অপেক্ষা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিউদ্দিন চৌধুরীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অনেকে। রয়েছেন মহিউদ্দিন চৌধুরীর পরিবারের অন্য সদস্যরাসহ ঘনিষ্ঠজনরা।

  

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সড়কজুড়ে সাজ সাজ রব। বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখতে কৌতূহলী নেতা-কর্মীদের ভিড় সড়কের দুপাশে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে থেকে অপেক্ষা করছেন অনেকে।   

দুই নম্বর গেট থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও বেশ। তল্লাশি ছাড়া কাউকেই চশমাহিল-মুখো হতে দিচ্ছেন না তারা।   

সকালে নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী।   নৌবাহিনীর কর্মসূচি শেষে বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী মহিউদ্দিনের বাসায় আসার কথা রয়েছে।

মহিউদ্দিনের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।