ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বড়দিনের বিশেষ সাজ অভিজাত সব হোটেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
বড়দিনের বিশেষ সাজ অভিজাত সব হোটেলে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর লবিতে বড়দিনের উপহার বিতরণ করেন সান্তা ক্লজ। ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: বড়দিনের বিশেষ সাজে সেজেছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অভিজাত সব হোটেল-মোটেলগুলো। শুধু কি সাজ, থাকছে বিশেষ ডিনার, কেক-কুকিজ, উপহারসহ রকমারি আয়োজনও।

এ জনপদের প্রথম পাঁচতারা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ। প্রতিবারের মতো এবারও বড়দিনের বৈচিত্র্যপূর্ণ সাজে সেজেছে হোটেলটি।

হোটেলের মূল ফটক, লবি থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত সব জায়গায় ক্রিসমাসের ছোঁয়া। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লবিতে ক্রিসমাস ট্রি’র সামনে সান্তা ক্লজ সেজে শিশুদের মধ্যে উপহার বিতরণ করেন সৈকত সিন্দু।

তিনি জানান, আমি সান্তা ক্লজ সাজতে পেরে আনন্দিত। সোনামণিদের উপহার দিই। তারা হাসিমুখে গ্রহণ করে। বুকটা খুশিতে ভরে যায়।     

রেডিসনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ জাফরিন খান বাংলানিউজকে জানান, রেডিসনে সাজানো হয়েছে ২০ ফুট লম্বা ক্রিসমাস ট্রি। পাশেই রয়েছে সুদৃশ্য ক্রিসমাস হাউস। কুকি হাউসে রয়েছে ২০ পদের কেক ও কুকিজ।

বড়দিনের বিশেষ সাজে সেজেছে  চট্টগ্রামের পাঁচতারা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ।

তিনি জানান, সোমবার (২৫ ডিসেম্বর) ক্রিসমাসের বিশেষ ডিনারে থাকছে অর্ধশতাধিক পদের সালাদ ও দারুণ সব ডেজার্ট। ডিনারে জনপ্রতি খরচ পড়বে ২৯৫০ টাকা।  

বড় দিন উপলক্ষে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস ও অ্যাসোসিয়েটরা একটি অনাথাশ্রমে শীতবস্ত্র বিতরণ করেছেন।

রেডিসন ছাড়াও হোটেল পেনিনসুলা, হোটেল আগ্রাবাদ, ওয়েল পার্ক রেসিডেন্সসহ বিদেশিদের আনাগোনা আছে এমন সব হোটেল, মোটেল, রেস্টহাউসে বড়দিনের আয়োজন রয়েছে।

হোটেল পেনিনসুলার মার্কেটিং ম্যানেজার মিস সুনেরা বাংলানিউজকে জানান, বড়দিন উপলক্ষে হোটেলের নিচতলা, লবি ও লেগুনা রেস্টুরেন্টকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিনের স্পেশাল টার্কি ব্যুফে ডিনারের আয়োজন করা হবে। জনপ্রতি মাত্রা আড়াই হাজার টাকা। যারা আগে বুকিং দেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।     

ওয়েল পার্ক রেসিডেন্সের মহাব্যবস্থাপক এমএ মনছুর বলেন, বড়দিন উপলক্ষে আমরা রঙিন বাতি আর ক্রিসমাস ট্রি দিয়ে হোটেল সাজিয়েছি। বড়দিন শিশু-কিশোরদের মধ্যে আকর্ষণীয় উপহার বিলি করবে সান্তা ক্লজ। মোহরা গার্ডেন রেস্টুরেন্ট ও রুফটপ বারভিকিউতে আইসক্রিম, জুস ও মুখরোচক নানান খাবারের সাথে থাকছে স্পেশাল বুফে ডিনার।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।