ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ  গেল এইচএসসি পরীক্ষার্থীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ  গেল এইচএসসি পরীক্ষার্থীর

কক্সবাজার: কক্সবাজারের পেচারদ্বীপ এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে সুদীপ্তা চৌধুরী ইমু (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইমুর বন্ধু জেকি কুমার শীলকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ইমু ঢাকা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

ইমু শহরের বাজারঘাটা এলাকার ঝুলন চৌধুরীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলার পথে অকস্মিকভাবে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায় সুদীপ্তা।

এতে সে মারাত্মক আঘাত পায়। তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা ইমুকে রেফার করেন কক্সবাজার সদর হাসপাতালে। তাকে কক্সবাজার সদর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে নিহতের ভাই সম্ময়দ্বীপ অভিযোগ করেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে নাটক সাজানো হয়েছে।
 
কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, মোটরসাইকেল চালক জেকিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল যেহেতু রামু থানায় পড়েছে, সেহেতু তারাই আইনগত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।