ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

চট্টগ্রাম: নগরীর বায়োজিদ থানার জালালাবাদ এলাকায় ইয়াসমিন আকতার নিলু নামে এক গৃহবধু গলাফ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে। 

পারিবারিক কলহের জের ধরে নগরীর নিলু আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো.হামিদ বাংলানিউজকে জানান, ইয়াসমিন আক্তার নিলু জালালাবাদ এলাকার বাসিন্দা মো.আনোয়ারের স্ত্রী।

বায়েজিদ থানার এসআই মোহাম্মদ নোমান বাংলানিউজকে জানান, নিলুর মরদেহ ঝুলতে দেখে আশপাশের লোকজন থানায় খবর দেয়। আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

শুক্রবার দিনগত রাতের কোন একসময় আত্মহত্যার ঘটনা ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১২ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।