ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

ওই যুবকের নাম সাইফুল ইসলাম শাকিল (২৪)।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বোর্ড অফিসের সামনে রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনায় পড়েন।

নিহত শাকিলের বাড়ি ঘটনাস্থলের অদূরেই। তার বাবার নাম মিজানুর রহমান।

জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি হাইস গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন শাকিল। দুপুর ১২টা ১০মিনিটের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।