ঢাকা, সোমবার, ২৫ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুনতিতে সমাহিত হলেন সামরিক সচিব আবেদীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
চুনতিতে সমাহিত হলেন সামরিক সচিব আবেদীন মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের নামাজে জানাজা

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার চুনতি নিজগ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত হয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আসর চুনতি সীরত ময়দানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

জানাজার আগে সেনা বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

তার নামাজে জানাজায় সামরিক বেসামরিক কর্মকর্তাসহ লক্ষাধিক মানুষ অংশ গ্রহণ করে।

চুনতি হাকিমিয়া মাদ্রাসার মোহাদ্দিস হাফেজ মাওলানা মাঈনুদ্দিন হাসান মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের নামাজে জানাজায় ইমামতি করেন।

জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকালে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।

জানাজায় উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধানসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার’র পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ আবেদীনের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। বুধবার মরহুমের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।