ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৫০ কিলোমিটার পথ হাঁটবেন তারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ১, ২০২২
১৫০ কিলোমিটার পথ হাঁটবেন তারা

চট্টগ্রাম: সামাজিক সচেতনতা তৈরি করতে  পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের  প্রায় ১৫০ মিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন ৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ সাত শিক্ষার্থী বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী।

পাঁচ দিনব্যাপি এই পরিভ্রমণ প্রোগ্রাম শুরু হয় গত ২৬ ফেব্রুয়ারি। এসময় তারা চট্টগ্রামের গাছবাড়িয়া, লোহাগাড়া, চকরিয়া, ঈদগাঁহ, রামু ও কক্সবাজার পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন।

৪ তরুণ ও ৩ তরুণীর এ দল ভ্রমণকালে বহন করবেন করোনা ও সামাজিক  সচেতনতামূলক বিভিন্ন স্লোগান।  

এ দলের সদস্যরা হলেন, এস কে জামিরুল, শরিফুল ইসলাম খান, হোসাইন মুহাম্মদ গোলাম রাজিক, রোভার নাহিদ হাসান রাসেল, যুথী আক্তার, খালেদা ইয়াসমীন স্বপ্না, নাজিয়া আফরোজ।  

দলটির যাত্রাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম, চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মো. কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটসের সাবেক এডি মো. নুরুল আবসার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।