ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল চেয়ে ছাত্রলীগের ফটক অবরোধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
চবি সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল চেয়ে ছাত্রলীগের ফটক অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৩৭ তম সিন্ডিকেট সভার সকল সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।  

শনিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে এ দাবি জানান তারা।

এসময় সিন্ডিকেটের সকল সিদ্ধান্ত স্থগিত ও ৫৩৭তম সিন্ডিকেট বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড হাতে আন্দোলন করেন তারা।

শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক উপ-গ্রুপ ভিএক্স নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বাংলানিউজকে বলেন, সিন্ডিকেটে শুধু ফারসি বিভাগের নিয়োগটিই বাতিল করা হয়েছে।

যেহেতু একটি নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হয়েছে, সেহেতু অন্য পদগুলোর ক্ষেত্রেও অর্থ লেনদেনের সম্ভাবনা রয়েছে। তাই আমরা আজকের সিন্ডিকেটের সব সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, আমরা সেখানে গিয়েছি। তাদের নেতাদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

>>> ফোনালাপ ফাঁস: বাতিল হলো চবির সেই নিয়োগ বোর্ড

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।