ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বইমেলায় পেশাজীবী সমাবেশ আজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
চট্টগ্রাম বইমেলায় পেশাজীবী সমাবেশ আজ ...

চট্টগ্রাম: অমর একুশে বইমেলায় আজ রোববার (৬ মার্চ) বিকেল সাড়ে চারটায় পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এই বইমেলায় পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দৈনিক পূর্বকোণ প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা থাকবেন পেশাজীবী সমন্বয় পরিষদ-চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেবেন  বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম’র সভাপতি প্রকৌশলী মো. হারুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম এর অর্থ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী।

এছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের পেশাজীবীদের এই সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ৬ মার্চ, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।