ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তেলের দামে ঘষামাজা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
তেলের দামে ঘষামাজা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: তেলের বোতলের এমআরপি ঘষামাজা করে বেশি দামে বিক্রয়, মূল্য তালিকা না রাখা ও মোয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে হালিশহর ও বন্দর থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালিত অভিযানে বাজারগুলোতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়।

এমনটি সয়াবিন তেলের বোতলের গায়ে থাকা এমআরপি ঘষামাজা করে বেশি দামে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন অপরাধে ৮ প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।