ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে আগুনে পুড়েছে বসতঘর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
বোয়ালখালীতে আগুনে পুড়েছে বসতঘর  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বোয়ালখালীতে পুড়েছে ৯ কক্ষবিশিষ্ট একটি বসতঘর।  

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা সফদার আলী মুন্সির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি টিম দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আগুনে আমিনুল হক, আজিজুল হক, এনামুল হক, জয়নাল আবেদীন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. এরশাদ, জসিম উদ্দিন, মো. রাজু ও আফতাব উদ্দিনের বসতঘর পুড়ে গেছে।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার কফিল উদ্দিন বাংলানিউজকে বলেন, সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা সফদার আলী মুন্সির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আগুনে ৯ মাটির তৈরি কক্ষ পুড়ে গেছে। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৪ মার্চ, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।