ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্যার্তদের পাশে দাঁড়াবে ফিলিস্তিন দূতাবাস, ফারাজ করিমের সঙ্গে মতবিনিময়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ২৩, ২০২২
বন্যার্তদের পাশে দাঁড়াবে ফিলিস্তিন দূতাবাস, ফারাজ করিমের সঙ্গে মতবিনিময় ফারাজ করিম চৌধুরী

চট্টগ্রাম: সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও  মতবিনিময় করেছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷ 

বৃহস্পতিবার (২৩ জুন) ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করে সিলেট-সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি।  

বিস্তারিত আলোচনার পর সেখানকার অসহায় মানুষকে সহযোগিতার জন্য প্রতিশ্রুতি দেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

এরই প্রেক্ষিতে তারা আগামী বুধবার (২৯ জুন) প্রায় ৩০ হাজার কেজি খাদ্যসামগ্রী নিয়ে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত তাহিরপুর উপজেলায় যাবেন। রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন ফিলিস্তিন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি নূর আলেদী।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।