ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে: হেলাল আকবর চৌধুরী বাবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে: হেলাল আকবর চৌধুরী বাবর বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

চট্টগ্রাম: দেশজুড়ে বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।  

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় নগরের নন্দনকানন ডিসি হিল থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট, স্টেশন রোড, সিআরবি, জুবিলি রোডসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি হিল এসে শেষ হয়।

এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশজুড়ে সাধারণ পথচারীসহ পুলিশের ওপর হামলা করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সরকারের উন্নয়নমূলক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দেশদ্রোহী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও গণপথযাত্রা।

চট্টগ্রামে বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে।

এতে আরো বক্তব্য দেন গাজী মোহাম্মদ জাফরউল্লাহ, রিটু দাশ বাবলু, শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, মনোয়ার আলম নোবেল, রেজাউল হক রুবেল প্রমুখ।

উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতী, সুজিত ঘোষ, এমএ আওয়াল, রতন মল্লিক, মনোয়ার জাহান মনির, প্রশান্ত চৌধুরী যিশু, এম কুতুবউদ্দীন চৌধুরী, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, নাছির উদ্দীন ফাহিম, পঙ্কজ রায়, মোরশেদ আলম, মোহাম্মদ দেলোয়ার, সেলিম উদ্দীন জয়, মোহাম্মদ সাব্বির চৌধুরী, মোহাম্মদ জাহেদ, হোসেন আহম্মেদ রুবেল, শাহিনুর শানু, আকতার হোসেন সৌরভ, রুবেল শিকদার, আমজাদ হোসেন ইমরান, জিএস আমিনুল করিম, লিটন চৌধুরী রিংকু, তোফাজ্জল হোসেন জিকু, এসএম তুষার, এমআর হৃদয়, মিজানুর রহমান মিজান, রেজাউল আলম রিকন, নাজমুল হাসান সামি, সাদাফ খান, আবু তাহের রানা, মাহমুদুল করিম, মনিরুল ইসলাম মনির, আনোয়ার পলাশ, মাইমুন উদ্দীন মামুন, মো. জোনায়েদ, শেখ তৌহিদুল ইসলাম আরদীন, জুবাইদুল আলম আশিক, আব্দুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম, আরাফাতুল করিম, শুভ দত্ত, মোহাম্মদ রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।