আগরতলা, (ত্রিপুরা): বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র দেশের যে অবস্থা রয়েছে তাতেও উভয় দেশের মধ্যে বিশেষ করে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে যেসব উন্নয়ন মূলক প্রকল্প চলছে, বিশেষ করে আগরতলা-আখাউড়া রেলপথের কাজ এবং আগরতলা ও চট্টগ্রামের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা চালুর জন্য যেসব প্রক্রিয়া চলছে তা জারি থাকবে। কারণ সরকার আসবে সরকার যাবে কিন্তু উভয় দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক মৈত্রীর সম্পর্ক রয়েছে তা ঠিক থাকে, তার জন্য দুই দেশের নেতৃত্বের চেষ্টা থাকবে।
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড মোহম্মদ ইউনুসও এই ভূমিকা পালন করবেন বলে আশা করা যাচ্ছে। এই অভিমত ত্রিপুরা রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় আগরতলার মহারণে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই বিষয়ে এখনই আগবাড়িয়ে মন্তব্য করা বেশি দ্রুত হয়ে যাবে বলেও অভিমত ব্যক্ত করেন।
আগামীতে দুই দেশের সম্পর্কের ওপর নির্ভর করছে কবে পরিষেবাগুলো চালু হবে, ত্রিপুরা সরকার ও ভারত সরকার আশাবাদী খুব দ্রুত আগরতলা থেকে চট্টগ্রামের মধ্যে সরাসরি উড়ান পরিষেবাসহ আগরতলা আখাউড়া ট্রেন এবং মৈত্রী সেতু চালু হবে বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এসসিএন/এএটি