কলকাতা: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আলোচনার ডাক পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
হার্ভার্ডের ইতিহাস বিভাগ তাকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে।
মুখ্যমন্ত্রী নিজেই এই আমন্ত্রণপত্রের কথা স্বীকার করেছেন।
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের একটি সুত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওই আলোচনা সভায় যাবেন কিনা এখনও তিনি সিদ্ধান্ত নেননি।
একজন সাধারণ চেহারার নারী কী করে নেত্রী থেকে হয়ে ওঠলেন মুখ্যমন্ত্রী, প্রায় চার দশকের বাম জমানার অবসান কীভাবে করেছেন তা তারা শুনতে চায়।
দু’টি বিষয়ের মধ্যে যে কোনো একটি নিয়ে মমতাকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়গুলো হলো- কালচার অ্যান্ড পলিটিক্স অফ বেঙ্গল ও ডেমোক্রাটিক চেঞ্জেস ইন ওয়েস্টবেঙ্গল।
আগামী অক্টোবর অথবা নভেম্বরের শুরুতে মমতাকে পেতে চাইছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬০০ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১