ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এভারেস্ট জয়ী ছন্দার খোঁজে অভিযান সাময়িক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মে ২৯, ২০১৪
এভারেস্ট জয়ী ছন্দার খোঁজে অভিযান সাময়িক বন্ধ

কলকাতা: খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ এভারেস্ট জয়ী ‘শিখর কন্যা’ ছন্দা গায়েনের খুঁজে কাঞ্চনজঙ্ঘায় শুরু হওয়া উদ্ধার অভিযান বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, রাজ্য থেকে যে উদ্ধারকারী দল গিয়েছিল তারা কলকাতায় ফিরে আসছেন।



এর আগে সিদ্ধান্ত হয়েছিল, হেলিকপ্টার বাদ দিয়ে পায়ে হেঁটে খোঁজা হবে ছন্দা গায়েন এবং তার সঙ্গী নিখোঁজ দুই শেরপাকে। মনে করা হচ্ছিল, কোন পাথরের খাঁজে তারা আটকে থাকতে পারেন। এ কারণেই পায়ে হেঁটে খোঁজার সিদ্ধান্ত নেওয়া হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছিলেন, এই উদ্ধার অভিযানের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। কিন্তু কী কারণে এই উদ্ধার অভিযান বাতিল করা হলো সেটি এখনো পরিষ্কার জানা যায়নি।

তবে উদ্ধার অভিযান বাতিলের খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন ছন্দা গায়েনের পরিবার। ছন্দার সঙ্গে থাকা দলনেতা তাশি শেরপার বয়ানে অসঙ্গতি থাকায় পরিবারের তরফে তারা রাজ্য সরকারের কাছে এ ঘটনার তদন্ত দাবি করেছেন।

এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ছন্দা গায়েনের মা জয়া গায়েন। যদিও ব্যস্ততার জন্য সাক্ষাতের সময় দিতে পারেননি মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।