ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছন্দা গায়েনের ক্যামেরা, ডাইরির খোঁজ চায় পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুন ১১, ২০১৪
ছন্দা গায়েনের ক্যামেরা, ডাইরির খোঁজ চায় পরিবার ছবি: সংগৃহীত

কলকাতা: নিখোঁজ ‘শিখর কন্যা’ এভারেস্ট জয়ী ছন্দা গায়েনের অভিযানের ডাইরি, অভিযানের পথের ছবি তুলে রাখা ক্যমেরা, বিভিন্ন নথি, ব্যাংকের বিভিন্ন কার্ডের হদিস জানতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছে তার পরিবার।

মঙ্গলবার সন্ধ্যায় নবান্নে ছন্দা গায়েনের মা জয়া গায়েন এবং তার দাদা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান।

মুখ্যমন্ত্রী এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিখোঁজ ছন্দা গায়েনের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, খুবই আশ্চর্যজনকভাবে ছন্দা গায়েনের কিছু নথি, ক্যামেরা, অভিযানের ডাইরি, ব্যাংকের কাগজপত্র নিখোঁজ আছে।

যদিও এসব জিনিস নিখোঁজের সময় ছন্দার সঙ্গেই ছিল কিনা তা সঠিকভাবে জানা যায়নি।

বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, সরকার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

তবে অন্যান্য পর্বত অভিযাত্রীদের মতে, সাধারণত অভিযাত্রীরা এসব জিনিস ‘বেস ক্যাম্প’ বা ‘সামিট ক্যাম্প’ এ রেখে যান।

উল্লেখ্য, গত ২১ মে ছন্দা গায়েনের নিখোঁজ হবার কথা প্রথম প্রকাশ হয়। তারপর পশ্চিমবঙ্গ সরকার তার খোঁজে তল্লাশি চালিয়েও বিফল হয়। ইতিমধ্যেই নেপাল সরকার ছন্দা গায়েনকে মৃত অথবা নিখোঁজ ঘোষণা করছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।