ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার ‘ওয়াল অফ ফেম’ এ বিশ্বকাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুন ১২, ২০১৪
কলকাতার ‘ওয়াল অফ ফেম’ এ বিশ্বকাপ

কলকাতা: বিশ্বকাপ ফুটবল বা বিশ্বকাপ ক্রিকেট। প্রতিটি বিশ্বকাপেই কলকাতাবাসীর পাওনা থাকে এই ‘ওয়াল অফ ফেম’।

আজকের কলকাতার দেওয়ালে দেওয়ালে যে তারকাদের  ছবি আঁকার রেওয়াজ এসেছে, বহু বছর আগে তার প্রথম সূত্রপাত ঘটে এই ‘ওয়াল অফ ফেম’ এ।

‘ওয়াল অফ ফেম’ অর্থাৎ তারকাদের দেওয়াল। দক্ষিণ কলকাতার ভবানীপুর রাস্তার ধারে একটি বিশেষ দেওয়ালে বহু বছর ধরে বিশ্বকাপের তারকাদের ছবি আঁকছেন শিল্পী অজয় কর। যা দেখতে হাজির হয় উত্তর ও দক্ষিণ কলকাতার বহু মানুষ।

তবে বিশ্বকাপের আগে খোঁজ নিয়ে জানা গিয়েছিল, সম্ভবত ব্যস্ততার কারণে এবারের বিশ্বকাপ ফুটবলের ক্যানভাস এবং দেওয়ালে তুলি চালাতে পারবেন না এই শিল্পী।

কিন্তু ঐতিহ্যের দায় আর ফুটবলপ্রেমীদের ডাক শেষ পর্যন্ত আর এড়াতে পারলেন শিল্পী। তাই বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে মেসি, মারাদোনা, পেলে আর নেইমার উঠে এলো ‘ওয়াল অফ ফেম’ এ।

শিল্পী অজয় কর কিশোর বয়েসে পাড়ার বন্ধুদের উৎসাহে শুরু করেছিলেন ‘ওয়াল অফ ফেম’।

“পুরোটাই ব্যক্তিগত উদ্যোগ, শুধুমাত্র খেলা আর শহর কলকাতাকে ভালবেসে”, জানালেন শিল্পী।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।