ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

একই দোকানে মেসি-রোনাল্ডো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
একই দোকানে মেসি-রোনাল্ডো ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: একই দোকানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি, পর্তুগালের রোনাল্ডো আর ব্রাজিলের হাল্ক।

কলকাতাকে বলা হয়ে থাকে ‘ল্যান্ড অব সুইটস’ অর্থাৎ মিষ্টির দেশ।

বিভিন্ন সময় আলোচিত বিশেষ ঘটনার চিত্র বারবারই উঠে আসে কলকাতার মিষ্টিতে।

তা হোক কোনো রাজনৈতিক ঘটনা কিংবা সামাজিক উৎসব অথবা খেলাধুলা। ইতোমধ্যে বাংলানিউজের পাঠকরা আগেও  তা দেখেছেন।

তবে এবার কলকাতা নয়, কলকাতার পাশের জেলা হাওড়ার মিষ্টান্ন শিল্পীরা হাজির করেছেন ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের নানা দিক।

তারা শুধু সন্দেশ বা সন্দেশের বিশ্বকাপ বানিয়েই থেমে থাকেননি, এবার তারা হাজির করেছেন প্রতিটি দলের ফুটবল খেলোয়াড়দেরও।

সরেজমিনে হাওড়ার একটি মিষ্টির দোকানে গিয়ে দেখা গেছে, প্রায় দুই ফুটেরও বেশি লম্বা ক্ষীরের তৈরি মেসি, ক্রিষ্টিয়ানো রোনাল্ডো, ব্রাজিলের ১১ নম্বর জার্সি ধারী হাল্কসহ বেশ কয়েকজন তারকা ফুটবলারকে!

তাদের পায়ে রয়েছে ক্ষীরের তৈরি 'ব্রাজুকা'। আর এই খেলোয়াড়দের নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ।

বিশ্বকাপে ফেভ‍ারিট তারকা খেলোয়াড় মেসি, রোনাল্ডোকে দেখতে দোকানে জড়ো হচ্ছেন নানা বয়েসী মানুষ। তবে সবুজ ঘাসের মাঠে  দাঁড়িয়ে থাকা মেসি, হাল্ক কিংবা রোনাল্ডোদের কেনার উপায় নেই!

এগুলো শুধুমাত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। তবে চাইলেও কেউ অতিথির বাড়িতে নিয়ে যেতে পারেন এক বাক্স বিশ্বকাপ সন্দেশ বা ব্রাজিল মিষ্টি।

আর যদি আপনি রসগোল্লার ভক্ত হন তবে আপনার প্রিয় দলের জার্সির রঙের হাড়িতে নিয়ে যেতে পারবেন সেই রসগোল্লা।

বিক্রেতার‍া জানালেন, এই অভিনবত্বের ফলে গত কয়েক দিনে তাদের দোকানে বিক্রি বেড়েছে কয়েক গুণ। তার আশা আগামী দিনে আরও বিক্রি-বাট্ট বাড়বে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।