ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের স্টেশনগুলোতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৪
রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের স্টেশনগুলোতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে রেল ভাড়া ও পণ্য মাসুল বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গের বাম দলসহ বিরোধী দলগুলো।  

শুক্রবার ভারতে রেলের যাত্রী ভাড়া এবং পণ্য মাশুল বৃদ্ধির ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার।

এর প্রতিবাদে শনিবার থেকেই মাঠে নেমেছে বিক্ষোভকারীরা।

সব ক্ষেত্রে গড়ে ১৪ শতাংশর ওপরে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে পণ্য মাশুলেও বৃদ্ধি পাচ্ছে যথেষ্ট।

এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের প্রতিটি স্টেশনে বাম দলগুলো বিক্ষোভ করেছে। ফলে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন শাখায় রেল চলাচল সাময়িক ভাবে বাধার মুখে পড়ে।

যদিও পুলিশ পরবর্তীতে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এর পরেও তারা স্টেশনগুলোতে বিক্ষোভ প্রদর্শন করে।

আগামী দিনেগুলোতে বর্ধিত ভাড়া প্রত্যাহার করা না হলে বিক্ষোভ জারি থাকবে বলেও বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ভারতের অন্যান্য রাজ্যেও বিক্ষোভর খবর পাওয়া গেছে। আগামী ২৫ জুলাই থেকে বর্ধিত রেল ভাড়া কার্যকর হচ্ছে ভারতে।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।