ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অ্যাটলেটিকো ডি কলকাতার লোগো উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
অ্যাটলেটিকো ডি কলকাতার লোগো উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাত ধরে পথ চলা শুরু করলো অ্যাটলেটিকো ডি কলকাতা।

পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে এক অনুষ্ঠানের মাধ্যমে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল প্রতিযোগিতার কলকাতা ফ্রাঞ্চাইজি অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি এবং লোগো উন্মোচন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



ক্রিকেট আইপিএল-এর ধাঁচে ফুটবলের এই লিগ পরিচালনা করবে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। দিল্লী, মুম্বাই, গোয়া, পুনে,ব্যঙ্গালোর, উত্তর-পূর্ব ভারত, কেরালা এবং কলকাতার নামে ৮টি দল তৈরি করা হয়েছে।

কলকাতা দলের অন্যতম মালিক ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি এবং লোগো উন্মোচন শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্বকাপ বাঙালির কাছে একটি আবেগ। পশ্চিমবঙ্গের গৃহবধূরা পর্যন্ত সমান উৎসাহ নিয়ে বিশ্বকাপের খেলাগুলো দেখেন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গে ২৬টি স্টেডিয়াম গড়ে তোলা হবে।

ফুটবল প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ২০১৪ বিশ্বকাপে জার্মান বনাম নেদারল্যান্ড ফাইনাল খেলা হবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে হাজির ছিলেন অ্যাটলেটিকো ডি কলকাতা-এর অপর মালিক হর্ষ নেওটিয়া এবং সজ্ঞিভ গোয়েঙ্কা। হাজির ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম প্রমুখ।

এছাড়াও দলের তরফে হাজির ছিলেন অ্যাটলেটিকো ডি কলকাতার কোচ স্পেনের অ্যান্টনিও লোপেজ।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।