ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইয়ে দিল মাঙ্গে মোর

সার্ক স্যাটেলাইট তৈরি করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
সার্ক স্যাটেলাইট তৈরি করবে ভারত

ঢাকা: রাজস্থানের শ্রীহরিকোটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখলেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের পিএসএলভি সি-২৩ রকেটের মঙ্গল গ্রহের উদ্দেশ্যে সফল উ‍ৎক্ষেপণ।

সোমবার এটি ছিল ভারতের চতুর্থ সফল বাণিজ্যিক উৎক্ষেপণ।

এই স্যাটেলাইট রকেট উৎক্ষেপণে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি।

পিএসএলভি স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে ফ্রান্স, জার্মানি, কানাডা ও সিঙ্গাপুরের ৫টি স্যাটেলাইট নিয়ে মহাকাশ যাত্রা শুরু করে। লাল গ্রহে এটি পৌঁছানোর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে এ বছরের সেপ্টেম্বরের ২৪ তারিখ।

সফল উৎক্ষেপণ শেষে মোদী বলেন, ভারত সার্ক স্যাটেলাইট তৈরি করবে। এটা হবে প্রতিবেশী দেশেগুলোর জন্য ভারতের উপহার। আমরা অনেক করেছি, কিন্তু আরও কিছু করতে মন চায়।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমি শুনেছি হলিউড মুভি ‘গ্রাভিটি’ নির্মাণে আমাদের মঙ্গল অভিযানের চেয়ে বেশি ব্যয় হয়েছে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্জন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।