ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংগঠন বাড়াতেই কলকাতায় ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
সংগঠন বাড়াতেই কলকাতায় ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি

কলকাতা: ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতেই কলকাতায় হাজির হয়েছিলেন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি জাহিদ হোসেন। তাকে জেরা করে এমন তথ্যই পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।



আদালত জাহিদ হোসেনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিলে তাকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে গিয়ে জেরা করেন এসটিএফ এর গোয়েন্দারা।

তারা জানান, জাহিদ হোসেন প্রাথমিকভাবে বাংলাদেশের ঢাকার মিরপুরের বাসিন্দা বলে নিজেকে দাবি করলেও তদন্তের পর ধরণা করা হচ্ছে, আদতে জাহিদ পাকিস্তানের করাচীর বাসিন্দা। তবে এই বিষয়ে গোয়েন্দারা নিশ্চিত করে কিছু বলেননি।

মনে করা হচ্ছে, করাচী থেকেই জাল নোট এবং অস্ত্র ছাড়াও ভারতে বিভিন্ন প্রান্তে বিস্ফোরক সরবরাহেরও দায়িত্ব ছিল জাহিদের কাঁধে। এই উদ্দেশ্য নিয়েই তিনি বাংলাদেশ হয়ে বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। গত বুধবার রাতে তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে।

ভারতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভারতীয় গোয়েন্দাদের নজরবন্দি হয়ে পড়েন জাহিদ হোসেন। কিন্তু গোয়েন্দারা তাকে গ্রেপ্তার না করে বনগাঁ থেকে কলকাতা পর্যন্ত অনুসরণ করেন। তাদের উদ্দেশ্য ছিল এর মধ্যে জাহিদ হোসেন কার কার সঙ্গে দেখা করেন তাদের সন্ধান পাওয়া। এরপর কলকাতা ষ্টেশনে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, শুধু পুনে নয়, মুম্বাই বিস্ফোরণের সঙ্গেও যোগাযোগ ছিল জাহিদ হোসেনের।

ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন ভাটকল গ্রেপ্তার হওয়ার পর দেশ জুড়ে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের কার্যকলাপে অনেকটাই ভাটা পড়ে। দ্বারভাঙা মডিউলের অনেক সদস্য ধরা পড়ে।

ফলে নতুন করে সদস্য সংখ্যা বাড়ানোর কাজ করতেই জাহিদ কলকাতা এসেছিল বলে মনে করছেন গোয়েন্দারা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।