ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উদযাপিত হচ্ছে জ্যোতি বসুর জন্মদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
উদযাপিত হচ্ছে জ্যোতি বসুর জন্মদিন

কলকাতা: যথাযোগ্য মর্যাদার সঙ্গে কলকাতায় উদযাপিত হচ্ছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসুর ১০০তম জন্মদিন। এ উপলক্ষে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্নস্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



মঙ্গলবার সিপিএম’র পশ্চিমবঙ্গ সদর দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন বামফ্রন্টের নেতৃবৃন্দ।

১৯১৪ সালের ৮ জুলাই জ্যোতি বসু কলকাতায় জন্মগ্রহণ করেন। জ্যোতি বসুর পিতা নিশিকান্ত বসুর আদি নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারদি গ্রামে। পেশায় তিনি  চিকিৎসক।

জ্যোতি বসু কলকাতার লরেটো স্কুল এবং সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশুনা করেন। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইংরেজি নিয়ে পড়াশুনা করেন। তবে আইন নিয়ে পড়াশুনা করতে তিনি লন্ডন যান।

১৯৩০ সালে তিনি কম্যুনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেন-এর সঙ্গে যুক্ত হন। ১৯৭৭ সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন। ২০০০ সালের ৬ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

২০১০ সালের ১৭ জানুয়ারি ৯৫ বছর বয়সে জ্যোতি বসু পরলোকগমন করেন।

জ্যোতি বসুর ১০০তম জন্মদিন উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সিপিএম। দলের রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার তার সূচনা হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।