ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদী সরকারের বাজেট দিশাহীন: মমতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
মোদী সরকারের বাজেট দিশাহীন: মমতা

কলকাতা: মোদী সরকারের প্রথম বাজেটকে 'অব দ্যা এফ ডি আই, ফর দ্যা এফ ডি আই, বাই দ্যা এব ডি আই' বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তিনি মোদী সরকারের প্রথম বাজেটকে দিশাহীন বলেও মন্তব্য করেছেন।



লোকসভায় অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট পেশ করার পরেই এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

ভারতের বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে ৪৯% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফ ডি আই), রাষ্ট্রায়াত্ত ব্যাংকের ক্ষেত্রে  ৪৯% পর্যন্ত বেসরকারিকরণের কথাও প্রস্তাব করা হয়েছে বাজেটে।

এর আগে খুচরা ব্যবসায়ে এফ ডি আই নিয়ে দ্বিমতের জেরেই ইউপিএ-২ সরকার ছেড়ে বেড়িয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভায় পেশ হওয়া বাজেটে পশ্চিমবঙ্গের প্রাপ্তি নিয়েও তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন মমতা।

তিনি জানিয়েছেন, বাজেটে পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যকে বঞ্চিত করেছে বিজেপি সরকার।

মমতা মোদী সরকারের একশ দিনের কাজের প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তা প্রকাশ করেছেন।

মোনমোহোন সিং সরকার দারিদ্রসীমার নীচের মানুষদের জন্য এই ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিলেন। যদিও এই প্রকল্পের সাফল্য নিয়ে ভারতে যথেষ্ট বিতর্ক আছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে 'দিশাহীন, লক্ষ্যহীন এবং কার্যকারিতাহীন' বাজেট বলে মন্তব্য করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।