ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বজ্রপাতে একস্থানেই মৃত্যু ৯

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
বজ্রপাতে একস্থানেই মৃত্যু ৯ ছবি: প্রতীকী

ঢাকা: কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উলুবেড়িয়ার বালিচাতুরি ঘোষপাড়ায় বজ্রাঘাতে একইসঙ্গে মৃত্যু হল ন'জনের৷ আহত ১৩৷

উলুবেড়িয়ায় ঘোষপাড়ায় বৃহস্পতিবার পঞ্চায়েতের একশো দিনের কাজ চলছিল৷ তার মাঝেই বৃষ্টি শুরু হয়৷ এ সময় প্রবল শব্দে বাজ পড়ে৷ মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন কর্মরতরা।

ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের৷ গ্রামের লোকজন আহতদের উলুবেড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান৷ সেখানে আরও চারজনের মৃত্যু হয়৷বাকিদের কলকাতার এসএসকেএমে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এদিন বিধানসভায় অধিবেশন চলার সময় এই মারা যাওয়ার খবর পান স্থানীয় বিধায়ক পুলক রায়৷ তিনি অধিবেশনের মধ্যেই বিধানসভা ছেড়ে ঘটনাস্থলে যান৷ ঘটনাস্থলে যান দুইমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়৷

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।