ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু ‘বন মহোৎসব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪
কলকাতায় শুরু ‘বন মহোৎসব’

কলকাতা: কলকাতা পুরসভার উদ্যোগে কলকাতায় পালিত হচ্ছে ‘অরণ্য সপ্তাহ’ এবং ‘বন মহোৎসব’।

এই উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচির সূচনা করেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী, প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, অভিনেতা ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার ‘বন মহোৎসব’ নামে এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। এই উপলক্ষে গোটা রাজ্যে প্রতিটি জেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।

এই কাজে পুরসভা, পঞ্চায়েতগুলির সঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করছে পশ্চিমবঙ্গের বন দপ্তর। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিনামূল্যে সাধারণ মানুষকে গাছের চারা দেওয়া হচ্ছে।

রাজ্যের বিদ্যালয়গুলিকে ‘অরণ্য সপ্তাহ’ এবং ‘বন মহোৎসব’কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছ লাগানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রয়াস গ্রহণ করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেতা ও চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, বিদ্যালয় স্তর থেকে পরিবেশ সচেতনতা গড়ে তোলা একান্ত জরুরি।

ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল বলেন, এই ধরনের প্রচেষ্টার সঙ্গে থাকতে পেরে তিনি সত্যিই আনন্দিত।

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের কোন বিকল্প হয় না। বছরের শুধুমাত্র কয়েকটি দিন নয় প্রতিটি দিন গাছ রোপণ করা এবং পরিচর্যা করা উচিৎ।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, শহরে বায়ু দূষণের মাত্রা কমিয়ে আনার ব্যপারে কলকাতা পুরসভা যথেষ্ট সচেতন। তিনি কলকাতার নাগরিকদের আবেদন জানান, তারা যেন প্রত্যেকে নিজেদের সামর্থ্যের মধ্যে বৃক্ষ রোপণ করেন। তিনি বিদ্যালয়ের ছাত্রদের পরিবেশ সচেতনতা সম্পর্কে আগ্রহ গড়ে তোলার ব্যাপারে বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে বৃক্ষ রোপণের মাধ্যমে গোটা শহরে “বন মহোৎসব”-এর  সূচনা করা হয়।

পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিভিন্ন সরকারি,বেসরকারি সংগঠন, বিদ্যালয়, মহাবিদ্যালয় বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ১৫ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।