ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নয়াদিল্লি-কলকাতায় সতর্কতা

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
নয়াদিল্লি-কলকাতায় সতর্কতা

ঢাকা: কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার জেরে বিশেষ সতর্কতা জারি হয়েছে ভারতের দিল্লি-কলকাতা-মুম্বাইসহ দেশটির একাধিক বিমানবন্দরেও৷ তালিবান জঙ্গিরা  বৃহস্পতিবার ভোরে এ হামলা চালায়। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দর চত্বর৷ আত্মঘাতী জঙ্গিরা রকেটচালিত গ্রেনেড ও গুলিবর্ষণ করে৷ নিরাপত্তারক্ষীরা দ্রুত যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন৷

উভয়পক্ষে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই।

আফগান সেনাবাহিনীর গুলিতে কয়েকজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর৷ বিমানবন্দরে কোথাও কোন জঙ্গি লুকিয়ে আছে কি না তা খতিয়ে দেখতে আকাশে টহল দিচ্ছে সেনা হেলিকপ্টার৷ হামলার দায় স্বীকার করেছে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ৷

কাবুল বিমানবন্দর থেকে সব আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল বাতিল করে দেওয়া হয়েছে৷ এ ঘটনায় বিশেষ সতর্কতা জারি হয়েছে দিল্লি-কলকাতা-মুম্বইসহ ভারতের একাধিক বিমানবন্দরেও৷ বিমান অপহরণ নাকি বিমানবন্দরে নাশকতা চালানোর লক্ষ্যেই এই হামলা চালানো হল সে বিষয়ে স্পষ্ট জানায়নি তালিবান মুখপাত্র৷

কূটনীতিকদের মতে, আফগানিস্তানে এ বছর নতুন প্রেসিডেণ্ট ক্ষমতায় আসার আগে এবং ন্যাটোবাহিনী দেশ ছেড়ে চলে যাওয়ার আগেই ফের মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে তালিবানরা৷

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।