ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বাসস্ট্যান্ড চলে যাচ্ছে হাওড়ার সাঁতরাগাছিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
কলকাতার বাসস্ট্যান্ড চলে যাচ্ছে হাওড়ার সাঁতরাগাছিতে

কলকাতা: দুষণ রোধে অবশেষে কলকাতার বাবুঘাট থেকে সরে যাচ্ছে পুরানো বাসস্ট্যান্ডটি। পাশাপাশি কলকাতায় যানবাহনের চাপ কমাতে আগামী ৩০ সেপ্টেম্বর এ বাস স্ট্যান্ড সরে চলে যাচ্ছে হাওড়ার সাঁতরাগাছিতে।



ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা পাথরকে রক্ষা করতে এবং শহর কলকাতার দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকার এই নির্দেশ জারি করেছে।

গঙ্গাপারের পরিবেশ রক্ষা নিয়ে  সচেষ্ট  হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিস্থাপনের কাজ দ্রুত করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গঙ্গা পারের বাবুঘাট বাস স্ট্যান্ডে মূলত ভিন রাজ্য থেকে কলকাতায় আসা বাস গুলি দাঁড়ায়। এছাড়াও শহরের ভিতর চলাচল করে কিছু বাসও সেখান থেকে যাত্রা শুরু করে।

বাস স্ট্যান্ড সরানোর পরিকল্পনা বেশ কিছুদিন আগের হলেও বাস মালিকদের সংগঠনের এই বিষয়ে যথেষ্ট আপত্তি ছিল। যদিও হাওড়ার সাঁতরাগাছিতে ১১ একর জমিতে নতুন বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে। এই নতুন বাস স্ট্যান্ডে থাকবে আধুনিক সব ব্যবস্থা।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে অন্য রাজ্য থেকে আসা বাস আর কলকাতায় প্রবেশ করবে না। নতুন বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা পর্যন্ত আলাদা বাসের ব্যবস্থা থাকবে।

পরিবেশপ্রেমী সংগঠন গুলি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বহুদিন ধরেই ওই সংগঠন গুলি বাস স্ট্যান্ড থেকে শহরে বায়ু দূষণের কথা জানিয়ে  আসছিল। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাথরের ক্ষতির বিষয়টি নিয়েও সোচ্চার হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।