ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে মণিপুরের যুবক খুন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
দিল্লিতে মণিপুরের যুবক খুন

ঢাকা: ভারতের উত্তর-পূর্ব রাজ্যের এক যুবক ফের খুন হলেন দিল্লিতে। বছর তিরিশ বয়সের মণিপুর রাজ্যের বাসিন্দা শালনিকে রোববার রাতে পিটিয়ে খুন করা হয়।

  দিল্লিতে মুনিরকা এলাকায় থাকতেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী শালনি।

দক্ষিণ দিল্লির কোটলা মুবারাকপুর এলাকায় কয়েকজনের সঙ্গে বচসা হয় শালনির। এরপরই তাঁকে বেধড়ক পেটানো হয়। পুলিশ মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে খুন হন অরুণাচল রাজ্যের ছাত্র নিডো তানিয়াম। তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে সেসময় বিক্ষোভে সামিল হন উত্তরপূর্বের ছাত্রছাত্রীরা।

তার রেশ কাটতে না কাটতেই রোববার খুন হলেন আরও এক উত্তর-পূর্ব রাজ্যের যুবক। প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।