ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এনসেফেলাইটিসে মৃত ১৩৫, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
এনসেফেলাইটিসে মৃত ১৩৫, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি’র ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: জাপানিজ এনসেফেলাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে।

এ ভাইরাসের ব্যাপকতার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি।



রাজ্যের স্বাস্থ্য দফতর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ইতোমধ্যে জাপানিজ এনসেফেলাইটিস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। কলকাতায় বুধবার আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়। এনিয়ে কলকতসহ রাজ্যের বিভিন্ন জেলায় ১৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কলকাতার অদূরে কল্যাণী এলাকার বাসিন্দা নারায়ণ সরকারের রক্তে জাপানিজ এনসেফেলাইটিস-এর জীবাণু পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় ৫ জন এ রোগে আক্রান্ত হয়েছেন।  

এছাড়া বাংলাদেশ সীমান্তে বসিরহাটে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে ১০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সূত্র জানিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রতিটি হাসপাতালে চিকিৎসকদের ছুটি বাতিলের কথা ঘোষণা করলেও সাধারণ মানুষ জানাচ্ছেন ঈদের ছুটিতে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ছিল খুবই কম।

উত্তরবঙ্গ থেকে ইতোমধ্যে আক্রান্ত রোগীসহ তাদের পরিবারের সদস্যরা কলকাতায় আসতে শুরু করেছেন।

সরকারের গাফিলতির জন্য এই রোগ মহামারির আকার নিচ্ছে অভিযোগ করে কলকাতা উচ্চ আদালতে সরকারের বিরুদ্ধে মামলা করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

একই অভিযোগে রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করেছেন বিজেপি-এর রাজ্য সভাপতি রাহুল সিনহা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ৩১ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।