ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চিৎপুর গণধর্ষণ কাণ্ডে সরব কংগ্রেস এমপি অধীর

প্রসেনজিৎ দাশগুপ্ত, দিল্লি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
চিৎপুর গণধর্ষণ কাণ্ডে সরব কংগ্রেস এমপি অধীর ছবি: প্রতীকী

নয়াদিল্লী: সম্প্রতি কলকাতার চিত্পুর রেল ইয়ার্ডে এক নারী রেলকর্মীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার চাইলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
 
সংসদে লোকসভার অধিবেশন চলাকালে রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার উপস্থিতিতে তিনি এ বিচার দাবি করেন।



অধীর বলেন, ২০১০ সালে পস্চিমবঙ্গে জ্যানেশ্বরী এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় প্রায় শতাধিক মানুষ প্রাণ হারান। সে সময়ে রাজ্য সরকারের সাহায্যে জ্যানেশ্বরী রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের বা নিকট আত্মীয়দের রেলে চাকরি ব্যবস্থা কর‍া হয়।

কংগ্রেসের এই সাংসদ বলেন, এ ঘটনায় নিহত চিৎপুর স্টেশনে স্বামীর কাজটাই পান ওই হতভাগ্য নারী। আর সেখানেই সেখানেই তার অসহায়তার সুযোগ নিয়ে তারই সহকর্মীরা দিনের পর দিন গণধর্ষণ করেছেন।

তিনি বলেন,  পাশবিক অত্যাচারে ওই নারী সন্তানসম্ভবা হয়ে উঠলেও অকথ্য অত্যাচারের হাত থেকে মুক্তি মেলেনি। আজ সেসব সমাজবিরোধীরা আটক হলেও চিত্পুরসহ দেশের বিভিন্ন রেলইয়ার্ডে ক্রমশ এধরনের কার্যকলাপ বাড়ছে।

রেলমন্ত্রীর প্রতি দাবি জানিয়ে অধীর বলেন, ভবিষ্যতে কোনো নারী যাতে রেলে কাজের আড়ালে এমন অভিশাপের শিকার না হন, এ জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে।

রেলমন্ত্রী সদানন্দ গৌড়াও এ ঘটনায় তীব্র নিন্দা ও পীড়িত নারীর প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।