কলকাতা: কলকাতার সারদা কেলেঙ্কারির বিপুল পরিমাণ অর্থ ভারতের বাইরে পাচার করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঙ্গলবার সারদা কাণ্ডে জড়িত থাকার দায়ে পশ্চিমবঙ্গের রাজনীতিক রজত মজুমদারকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা সিবিআই।
অসুস্থ্যতাজনিত কারণে রজত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, রজত মজুমদার সারদা প্রতারণা পরিকল্পনার অন্যতম হোতা ছিলেন। তিনি পুলিশের সাবেক উচ্চ পর্যায়ের কর্মকর্তাও ছিলেন।
গোয়েন্দা সূত্র জানায়, কলকাতার এই আলোচিত ঘটনার অর্থ বিভিন্নভাবে দেশের বাইরে পাচার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্তও চলছে।
এদিকে তৃণমূল কংগ্রেস নেতা রজত মজুমদারকে গ্রেফতার করায় অস্বস্তিতে পড়েছে শাসক দল। এরই মধ্যে তৃণমূলে একাংশে নেতাদের ঘনিষ্ঠতার অভিযোগ এনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু করে দিয়েছে বিরোধী দল।
সম্প্রতি তৃণমূলের শীর্ষ নেতারা দাবি করেন, সারদা কাণ্ডে দলের কেউ জড়িত নয়।
কিন্তু রজত মজুমদারের মতো প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রেফতারিতে সেই দাবি নস্যাৎ করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টম্বর ১০, ২০১৪