ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের মানুষদের শারদীয়া শুভেচ্ছা জানালেন শ্রীলেখা মিত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
বাংলাদেশের মানুষদের শারদীয়া শুভেচ্ছা জানালেন শ্রীলেখা মিত্র ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বাংলানিউজের মাধ্যমে বাংলাদেশের মানুষদের শারদীয়া শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

দক্ষিণ কলকাতার এক পূজা মণ্ডপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ পূজার বিচারক হিসেবে হাজির ছিলেন শ্রীলেখা মিত্র।

সেখানে বাংলাদেশের মিডিয়া শুনে বাংলানিউজের মাধ্যমে বাংলাদেশের জনগণকে তার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শ্রীলেখা বলেন, বাঙালির এই উৎসব পৃথিবীর প্রতিটি প্রান্তে বসবাসকারী বাঙালিদের মনে খুশির বার্তা নিয়ে হাজির হয়।

তিনি আশা প্রকাশ করেন, এই উৎসবের মধ্য দিয়ে সমস্ত অন্যায়, গ্লানি ও আসুরিক প্রবৃত্তি মুছে গিয়ে সমাজে বিরাজ করবে শান্তি ও সমৃদ্ধি।

দুই বাংলার প্রতিযোগীদের ফান শো মীরাক্কেলের জনপ্রিয় এই বিচারক সবাইকে অন্তরের সমস্ত বিদ্বেষ ত্যাগ করে মানবিক চেতনায় নিজেদের উন্নীত করার আহ্বান জানান।

শারদ উৎসবের মাধ্যমে প্রতিটি মানুষ তার অন্তরের ইতিবাচক শক্তিকে জাগ্রত করে সমাজের সমস্ত নেতিবাচক বিষয়ের বিরুদ্ধে লড়াই করবেন বলে আশা প্রকাশ করেন শ্রীলেখা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।