কলকাতা: পশ্চিমবঙ্গে উৎসাহের সমারোহে পালিত হচ্ছে মহাষ্টমী। বিভিন্ন বারোয়ারি পূজা মণ্ডপে এবং বাড়ির পূজাগুলোতে মহাষ্টমী উপলক্ষে সকাল থেকেই পুস্পাঞ্জলি দেওয়া হয়।
সপ্তমীতে কলকাতায় বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই মানুষের ঢল নেমেছিল রাজপথে।
বিকেলের দিকে বৃষ্টি থেমে যাওয়ায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলো জনসমুদ্রে পরিণত হয়!
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে জাতি –ধর্ম –বর্ণ নির্বিশেষে শারদ উৎসবে শামিল হয়েছেন সাধারণ মানুষ। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসনও।
মহাষ্টমীর অঞ্জলির পরই বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় কুমারী পূজার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তমীর সন্ধ্যায় রাজ্যবাসীকে তার শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ০২ , ২০১৪