কলকাতাঃ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গে পালিত হয়েছে কুমারী পূজা। প্রথাগতভাবে অষ্টমীর অঞ্জলির পর বিভিন্ন মন্দিরে এবং বেশ কিছু বারোয়ারি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছিল।
স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুর মঠে কুমারী পূজা দেখতে হাজির হন হাজার হাজার ভক্ত। মণ্ডপের বাইরে ‘জায়েন্ট স্ক্রিন’ লাগিয়ে আগত সমস্ত ভক্তকে এই পূজা দেখার সুযোগ করে দিয়েছে বেলুর মঠ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ষোল বছরের কম বয়সী কোনো কুমারী কন্যাকে দেবীরূপে পূজা করা হয়। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে থেকে। পুরাণে কোলাসুর বধ উপাখ্যানে বর্ণনা রয়েছে, কোলাসুর একসময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সেসময় দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন।
অষ্টমীর সকাল থেকেই পশ্চিমবঙ্গের বেলুর মঠে কুমারী পূজা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হতে থাকে। বিধিমতো শিশুকন্যাকে দেবীরূপে পূজা করার পর তার আশীর্বাদ গ্রহণ করেন ভক্তরা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪